আ. লীগ দেশে ধারাবাহিক হত্যাকাণ্ড চালিয়েছে: হাসনাত আবদুল্লাহ

ছবি: হাসনাত আব্দুল্লাহ (ফাইল ফটো)
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ শুধু মানুষের ভোটাধিকার হরণ করেনি; পিলখানা, শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামসহ দেশে ধারাবাহিক হত্যাকাণ্ড চালিয়েছে। তাই আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই।
আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ২ মে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি।
এ উপলক্ষে রাজধানীর মিরপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার এমন কোনো অপরাধ নেই যা বাকি রেখেছে। গুম-খুন, রাতের ভোট, ডামি নির্বাচনসহ সব ধরনের অপকর্ম চালিয়েছে। তাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও শেখ হাসিনাসহ দলটির নেতাকর্মীদের বিচার নিশ্চিত করতে হবে।
বিভি/এমআর
মন্তব্য করুন: