• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১৮ কোটি মানুষ আ. লীগকে দেখতে চায় না: মির্জা ফখরুল

প্রকাশিত: ২১:১২, ১০ মে ২০২৫

আপডেট: ২১:১৩, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
১৮ কোটি মানুষ আ. লীগকে দেখতে চায় না: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাজার হাজার তরুণের প্রাণের বিনিময়ে দেশ রক্ষা হলেও এখন কঠিন সময় অতক্রম করছি। হাসিনা পালিয়েছে তার প্রেতাত্মারা এখনো আছে উল্লেখ করে তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। নানা ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।

শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হলো যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। মাঠের পশ্চিম পাশে দুটি লং ভেহিক্যাল পাশাপাশি রেখে তৈরী করা হয় সমাবেশ মঞ্চ।

বিকালে সমাবেশ হলেও দুপুর থেকে নানা বয়সী লোকজন বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আসতে থাকেন সমাবেশস্থলে। হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে বিকেল গড়াতেই সমাবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে। পলোগ্রাউন্ড মাঠ ছাড়িয়ে উপস্থিত নেতা-কর্মীদের স্রোত বয়ে যায় আশপাশের সড়কে। পলোগ্রাউন্ড মাঠের বাইরে বিআরটিসি মোড়, সিআরবি মোড় এবং টাইগার পাস মোড়সহ আশ-পাশের এলাকা লোকে-লোকারণ্য হয়ে যায়। প্রচণ্ড গরমের মধ্যে বিএনপি নেতা-কর্মীরা হাঁসফাঁস করে বারবার স্থান পরিবর্তন করলেও সমাবেশ এলাকা ছেড়ে যাননি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনা পালিয়েছে তার প্রেতাত্মারা এখনো আছে। মির্জা ফখরুল আরও বলেন, সবার আগে বাংলাদেশ। দেশের জনগণ গণতন্ত্র চায়, শান্তি-শৃঙ্খলা চায়। নানামুখী ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র জিম্মি করার লক্ষণ দেখতে পাচ্ছি। যারা পায়তারা করছেন সাবধান হয়ে যান। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে ৩১ দফার মাধ্যমে। 

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদল সভাপতি, ছাত্রদল সভাপতিসহ অনেকে।

বিভি/এসজি

মন্তব্য করুন: