‘যাদের সমর্থনে ক্ষমতায় বসেছে তাদের মতের প্রাধান্য দিচ্ছে না অন্তর্বর্তী সরকার’

ছাত্র, জনতা, সেনাবাহিনী ও রাজনৈতিক দলের সমর্থনে ক্ষমতায় বসলেও তাদের মতের প্রাধান্য দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার-এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। সকল রাজনৈতিক দল প্রস্তুত ঐক্য কোথায় হয় তা জানার জন্য। গোপন করা হচ্ছে কেন?-প্রশ্ন রাখেন তিনি।
কথার মারপ্যাঁচে সরকার নির্বাচনকে দীর্ঘসূত্রিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, যাদের নির্বাচন দিতে ভয়, তাদের জনগণের ওপর আস্থা নেই। সরকারের আচরণ স্বৈরাচারের দিকে যাচ্ছে। জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
বিভি/টিটি
মন্তব্য করুন: