• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রার্থী ঘোষণা, নির্বাচনের প্রস্তুতি নিতে কমিটি গঠন করলো বিডিপি

প্রকাশিত: ১৮:১৫, ২৭ মে ২০২৫

ফন্ট সাইজ
প্রার্থী ঘোষণা, নির্বাচনের প্রস্তুতি নিতে কমিটি গঠন করলো বিডিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে ৩ সদস্যের কমিটি গঠন করেছে নতুন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। প্রাথমিকভাবে দলের চেয়ারম্যান ও সেক্রেটারিকে দুইটি আসনের প্রার্থী ঘোষণার পাশাপাশি সমমনা দলগুলোর সঙ্গে জোট করার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে দলটি।

মঙ্গলবার (২৭ মে) দলের চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিডিপির জাতীয় স্থায়ী কমিটির সভায় এইসব সিদ্ধান্ত হয়। সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রচার ও মিডিয়া সম্পাদক রিয়াদ হোসাইন রায়হান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের গণতান্ত্রিক উত্তোরণের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে উল্লেখযোগ্য আসনে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই লক্ষ্যে দলের নির্বাচন পরিচালনার জন্য দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ট্রেজারার মো. রিয়াদ হোসাইন রায়হান, স্থায়ী কমিটির সদস্য আবু নাছের নূরনবী জনি এবং স্থায়ী কমিটির সদস্য তাসবির লস্করের সমন্বয়ে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া, পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির দলীয় প্রার্থী হিসেবে প্রথম ধাপে ২ টি আসনে যথাক্রমে জাতীয় সংসদের ১৫৪, ময়মনসিংহ-৯ (নান্দাইল)আসনে দলের চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং জাতীয় সংসদের ১১৭, ভোলা-৩ (লালমোহন-তজুমন্দিন)আসনে দলের জেনারেল সেক্রেটারি মুহা. নিজামুল হক নাঈমকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দেয়া হয়। 
সমমনা অন্যান্য রাজনৈতিক দল সমূহের সাথে জোট বা ঐক্য গঠনের লক্ষ্যে নির্বাচনে আমাদের প্রার্থীদের সমর্থনের উদ্যোগ গ্রহন করা হবে বলেও সিদ্ধান্ত হয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) স্থায়ী কমিটির এই সভায়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2