গণহত্যার দায়ে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার করতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা। তাই তার বিচারের পাশাপাশি, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার চেয়েছেন বিএনপি মহাসচিব।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবদুল কুদ্দুসকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণহত্যা ও বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন।
নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচন এখন জনগণের চাওয়া।
পরে ইউনির্ভাসেল হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান বিএনপি মহাসচিব।
বিভি/টিটি
মন্তব্য করুন: