নির্বাচন দেরি হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে: সাইফুল হক

নির্বাচন বিলম্বিত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বুধবার (৯ জুলাই) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বক্তব্য না আসা অনাকাঙ্ক্ষিত। সঠিক গণতান্ত্রিক চর্চার জন্য প্রথমে সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে এবং পর্যায়ক্রমে নিম্নকক্ষেও এ ব্যবস্থা চালুর দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ২১ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
বিভি/টিটি
মন্তব্য করুন: