যে কারণে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্ততি নেওয়ার নির্দেশ দেওয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় সেজন্য প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল।
জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা অভিযোগ করেন, ফ্যাসিস্টের দোসররা সর্বত্রই আছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে বিএনপির ৬০ লাখ মানুষের নামে মামলা দেওয়া হয়েছে, ১৭০০ নেতাকর্মী সমর্থকদের গুম করা হয়েছে। ২০ হাজার মত বিএনপি নেতাকর্মী হত্যা করা হয়ছে। সাজা দিয়ে বেগম জিয়াকে ৬ বছর কারান্তরীণ করে রাখা হয়েছে। তারেক রহমানকে কে নির্বাসনে পাঠানো হয়েছে। জুলাই মাসে দলটির ৬০০ নেতাকর্মী শহীদ হয়েছে।
তিনি আরো বলেন, সংস্কার বিএনপির জন্মে, সংস্কার রক্তে। বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, এটা বললে অন্যায় হবে। ভিশন ২০৩০ ও ৩১ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সংস্কার চায় না, এটা সত্যের অপলাপ মাত্র। বাংলাদেশী পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫% ট্যারিফে পোশাক শিল্প শুয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এটা একটা বড় সমস্যা। সরকার মনোযোগ দিয়ে এ বিষয়ে কাজ করবে বলে আশা করেন তিনি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: