সংস্কার ও নতুন সংবিধানের মধ্য দিয়েই নির্বাচনে যেতে হবে: নাহিদ

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মধ্য দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় নড়াইলে পুরাতন বাস টার্মিনাল চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে গণহত্যার বিচার, দেশের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রয়োজন। কিন্তু সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল এসব সংস্কারের চেয়ে নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছে।
এর আগে দশম দিনের কর্মসূচি হিসেবে মাগুড়ায় তিনি বলেন, জুলাই সনদ নিয়ে এখনও টালবাহানা করছে অন্তর্বর্তী সরকার। ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ দেওয়া না হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আবারও মাঠে নামবেন বলে হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা।
বিভি/টিটি
মন্তব্য করুন: