• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন, এ কথা শুনতে চায় না বিএনপি’

প্রকাশিত: ১৪:৫১, ১২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন, এ কথা শুনতে চায় না বিএনপি’

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন এ কথা শুনতে চায় না বিএনপি। শনিবার (১২ জুলাই) দুপুর রাজশাহী ভুবন মোহন পার্কে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মঈন খান বলেন, কয়েকটি দল নির্বাচনের আগে সংস্কার চাইছে। কিন্তু ইন্টেরিম সরকারের কছে এসব কথা শুনতে চায় না বিএনপি। তিনি বলেন, সরকারের প্রতি দেশের মানুষ যে আস্থা রেখেছে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তার প্রতিদান দিতে হবে। 

তিনি বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া।

এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের আচরণে গণতন্ত্র ও সংযমের ছাপ থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মামুন-অর-রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা। এ সময় পুরোনো সদস্যদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. মঈন খান।

বিভি/এসজি

মন্তব্য করুন: