• NEWS PORTAL

  • রবিবার, ১৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিএনপি’র প্রতিটা নেতাই মজলুম: দুলু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৩, ১২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বিএনপি’র প্রতিটা নেতাই মজলুম: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু  বলেছেন, ‘যারা নির্যাতিত তারা মজলুম। তাই বিএনপি’র প্রতিটা নেতাই মজলুম।’ শনিবার দুপুরে জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে গনঅভ্যুত্থান ও শহীদ এর স্বরণে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে, বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য, বিভিন্নভাবে বিএনপির ভাবমুর্তি নষ্ট করার জন্য। যেভাবে ১৫ বছর ষড়যন্ত্র করা হয়েছে ঠিক সেভাবেই সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাস এর জায়গা হবে না।’ 

নাটোর জেলা পরিবহন জাতীয়তাবাদী শ্রমিক দল রক্তাক্ত জুলাই আগষ্ট ২০২৪ গণঅভ্যুত্থান ও শহীদ এর স্বরণে শ্রমিক সমাবেশের আয়োজন করেন। 

সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, ট্রাক ট্যাংকলরী ও কার্ভাডভ্যানের সভাপতি আব্দুল জলিল সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

বিভি/এজেড

মন্তব্য করুন: