বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র চলছে: রিজভী

ফাইল ছবি
বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, তাতে কয়েকটি ইসলামিক দল যুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন , দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি। এখন পর্যন্ত ৫-৬ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন।
তিনি বলেন, ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের অনেকের নাম মামলায় নেই, বিষয়টি রহস্যজনক। তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ও পরে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।
এদিকে, নারায়ণগঞ্জে ভুলতায় জেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, অতীতের সব অপপ্রচার ও নানামুখী ষড়যন্ত্র হাওয়ায় মিলে গেছে। ষড়যন্ত্রের মাঝেও বিএনপি গণমুখী দল।
বিভি/টিটি
মন্তব্য করুন: