কোনো ঘটনা ঘটলে সরকারকে না বলে বিএনপিকে কেনো বলা হয়, প্রশ্ন রিজভীর

নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘাতের পরিকল্পনা কি না- তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। কোনো ঘটনা ঘটলে সরকারকে না বলে বিএনপিকে কেনো বলা হয়। কেনো তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করা হয় বলেনও প্রশ্ন তুলেন বিএনপির সিনিয়র এই নেতা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জাতীয়তাবাদী কৃষকদলের বিক্ষোভপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করে। নয়া পল্টন দলীয় কার্যালয়র সামনে থেকে শুরু হয়ে মিছিলটি প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে রিজভি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কৃষকদলের ১১ জন মারা গিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা চলে যাবার তিনদিন পর্যন্ত কোন সরকার ছিলো না। তিন দিন পর যখন সরকার গঠন হলো সবার প্রচেষ্টায় দেশের মানুষ হাফ ছেড়ে বেঁচেছিলো। রিজভী প্রশ্ন তোলেন, একটি গণতান্ত্রিক আন্দোলনের পর গঠিত সরকারের সময় কেনো মব কালচার তৈরি হবে?
বিভি/পিএইচ
মন্তব্য করুন: