• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই নানা ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ২১:২২, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ২১:২২, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই নানা ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই নানা ধরণের ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ জুলাই) চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদলের স্মরণ সভায় তিনি একথা বলেন।

টিএসসি অডিটোরিয়ামে স্মরণ সভায় মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীরা সজাগ ও সচেতন রয়েছে, কোনো ফাঁদে বিএনপি পা দেবে না। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ ও অশালীন কথাবার্তা বলা হচ্ছে, তা দেশের বিবেকবান মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারেক রহমানকে ভয় পায় বলেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দেশের মানুষ এমন প্রতিহিংসার রাজনীতি আশা করে না। তারেক রহমানকে যারা ভয় পাচ্ছে তাদের উদ্দেশে বলেন, ভয়ের কিছু নেই, তারা সঠিক জায়গাতেই থাকবেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2