ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপির আপত্তি নেই, তবে..

ছবি:এনসিপির ব্রিফিং
ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপির আপত্তি নেই। তবে নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান ও সংস্কার নিশ্চিত করার দাবি দলটির। বুধবার (৬ আগস্ট) এক ব্রিফিংয়ে একথা বলেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, মাঠ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়া জুলাই ঘোষণা পত্রে জুলাই যোদ্ধাদের প্রকৃত সংখ্যা নির্ধারণে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করা হয়।
তিনি বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা রেখেছিলো জুলাই ঘোষণা পত্রে তার অনেক কিছু অপূর্ণ রয়েছে। পিলখানা হত্যাকাণ্ডসহ যে বিষয়গুলো মানুষের জীবনে ছাপ রেখে গেছে সেই বিষয়গুলো এই ঘোষণা পত্রে থাকতে পারতো বলে মনে করেন আখতার হোসেন। জুলাই ঘোষণাপত্র নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি।
বিভি/এমআর
মন্তব্য করুন: