‘নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে’

ছবি: সংবাদ সম্মেলনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। তিনি বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এখনও অনুপস্থিত। সরকার যদি সদিচ্ছা দেখায় ও সক্ষমতা প্রমাণ করে, তাহলে আগামী ছয় মাসেই নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব।
শুক্রবার (৮ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, বহিস্কৃতদের কাউন্সিল ডাকার অধিকার নেই-অনেকেই দলের পদ ব্যবহার করে মিটিং করছেন। এর মধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং আদালতের রায়ের অপব্যবহার হচ্ছে।
তিনি বলেন, দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। রাষ্ট্রের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। নির্বাচন কমিশন অনিবন্ধিত দলের সাথে বৈঠক করে, কিন্তু নিবন্ধিত জাতীয় পার্টির সাথে বৈরি আচরণ করছে। জাতীয় পার্টি জুলাই আন্দোলনের পক্ষে ছিলো বলেও দাবি তার।
বিভি/এমআর
মন্তব্য করুন: