• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

কিছু দল নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করছে: কর্নেল অলি আহমদ 

প্রকাশিত: ১৯:৪৫, ১২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
কিছু দল নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করছে: কর্নেল অলি আহমদ 

ছবি: (অব.) কর্নেল ড. অলি আহমদ

কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর জন্য অজুহাত তৈরি করছে। ভোট ব্যাহত হয় এমন বক্তব্য থেকে দলগুলোকে বিরত থাকতে হবে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট (অব.) কর্নেল ড. অলি আহমদ।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি নয়, এই মূহুর্তে দেশে একটি সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ। জনগণকে ভোটমুখী করলে নানা সংকট কেটে যাবে। জামায়াতে ইসলামীকে পিআর নিয়ে সমস্যা সৃষ্টি না করার আহ্বান জানাচ্ছি। এ সময় নির্বাচনের ঘোষণা দেওয়ায় সরকার ধন্যবাদও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা যাচ্ছে। লটারির মাধ্যমে পুলিশ- প্রশাসনে বদলি করার সিদ্ধান্তটি সঠিক নয়। গুরুত্ব বিবেচনা করে কর্মকর্তাদের বদলি করতে হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2