দোসরদের রাজনীতি নিষিদ্ধে সবাইকে একত্রিত হতে হবে: নুর

গণঅভ্যুত্থানের অস্তিত্ব রক্ষায় আপোষহীনভাবে ঐক্যবদ্ধ হতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার দাবি, গণঅভ্যূত্থানের শক্তিসমূহের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করা হচ্ছে। আর, এতে ফ্যাসিবাদীরা পেছন থেকে অট্টহাসি দিচ্ছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলটির অফিসের সামনে বিক্ষেভ মিছিল পূর্ব এক সমাবেশে একথা বলে নুরুল হক নুর।
জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধ, নিবন্ধন বাতিল ও ফ্যাসিবাদের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নুরুল হক নুর বলেন, প্রকৃতপক্ষে গণঅভ্যূত্থানের চেতনাকে ধারণ করা হলে আগামী নির্বাচনের আগেই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগ ও এর দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাইকে একত্রিত হতে হবে।
এছাড়াও, দ্রুত জাতীয় পার্টির নিবন্ধন বাতিল ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান নুর।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: