ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষের বিজয় আনবে ইনশাআল্লাহ: নয়ন

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপি বাংলাদেশে ধানের শীষের বিজয় ও সরকার ক্ষমতায় আনবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতিমধ্যে পাড়া-মহল্লা ,ইউনিয়ন, থানাসহ তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের কাজ চলমান রয়েছে।
বিগত সময়ে শালিখা ইউনিয়নে সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল বিএনপিকে সুসংঘটিত করে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিল। আগামী নির্বাচনে কাজী সলিমুল হক কামাল এই শালিখা উপজেলায় আবারও সোনার ধান ফলাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। যারা তারেক রহমানের প্রকৃত কর্মী তারাই ধানের শীষে ভোট দেবে।
তিনি আরো বলেন, যারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ওয়ান ইলেভেনে ষড়যন্ত্র করেছিল, বিএনপি তাদের সাথে কোনদিন কাজ করবে না। আগামী নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনের মোহাম্মদপুর শালিখার বিভিন্ন অঞ্চলে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন তিনি।
শুক্রবার (২৯ আগস্ট) বিকালে শালিখা উপজেলার সীমা খালি হাই স্কুল মাঠে শতখালি ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি'র কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাগুরা শালিখা উপজেলার ৪ নং শতখালি ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি এ্যাড.ইকলাচুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মুজাফফর হোসেন টুকু ও আনিসুর রহমান মিল্টন।
এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ জকুতুব উদ্দিন রানা, শালিখা থানা বিএনপি'র যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম প্রিন্স, শালিখা যুবদলের আহবায়ক মুন্সি সোহেল রানা মুন্সির, মাগুরা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী হুমায়ন ইউসুফ,শালিখা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ প্রমুখ। সমাবেশে শতখালী ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: