নুরসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলা, মির্জা ফখরুলের নিন্দা

রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।
শনিবার (৩০ আগস্ট) প্রথম প্রহরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতন্ত্র চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি কখনোই সমর্থন করে না। বরং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনার নিন্দা জানায় বিএনপি।’
বিবৃতিতে মির্জা ফখরুল ভিপি নুরের সুচিকিৎসা নিশ্চিতে সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে রাত নয়টার দিকে রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: