সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। তারেক রহমানকে পঙ্গু করে দিয়েছে।’
নাটোরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন।
সোমবার বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এসে সমাবেশ করে।
সমাবেশে দুলু আরো বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে যতদিন বাংলাদেশের স্বাধীনতা সার্ভমৌত্ব থাকবে ,কেউ তারেক রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি’র কিচ্ছু করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক দাওদার মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু সহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: