নুরের স্বাস্থ্যের উন্নতি, আইসিইউ থেকে নেয়া হচ্ছে কেবিনে

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, আইসিইউ থেকে তাকে নেয়া হচ্ছে কেবিনে।
সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, এক সপ্তাহের মধ্যে নুরুল হক নুরু বাসায় যেতে পারবেন। তবে, পুরোপুরি সুস্থ হতে আরো দু'মাস সময় লাগবে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, নুরুর নাক ও চোয়ালের ভাঙ্গা হাড় পুরোপুরি ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন নুর। নুর ছাড়াও গণধিকার পরিষদের আরো কয়েকজন নেতার চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে।
গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানে নুরুল হক নুর ও দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হয়, যার ফলে নুর গুরুতর আহত হন। এই ঘটনায় সাংবাদিকসহ আরও বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: