তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস আজ

ছবি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস আজ। ওয়ান ইলেভেনের সরকার ষড়যন্ত্রমূলকভাবে সে সময় তারেক রহমানকে গ্রেফতার করে।
দেশি-বিদেশি ষড়যন্ত্রে ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে তারেক রহমানকে কোনো অভিযোগ ছাড়াই বাসা থেকে গ্রেফতার করা হয়। দিনের পর দিন রিমান্ডে নির্যাতন ও টানা ৫৫৪ দিন কারাবাসের পর সাজানো সবক’টি মামলায় আদালত থেকে জামিন পান তারেক রহমান।
২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মুক্তি পান। পরে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখানেই ১৭ বছর থেকে বিএনপির মতো বৃহত্তম দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
বিভি/এমআর
মন্তব্য করুন: