নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারের কেন ২ বছর লাগছে: গয়েশ্বর চন্দ্র রায়

ফাইল ছবি
তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকারের কেন দুই বছর লাগছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা একেকজনের একেক রকম। ৫ আগষ্ট সফল হওয়ার পর তা ভিন্ন ভিন্ন রূপ ধারন করেছে। তিন মাস ডান,বাম, মধ্যপন্থা সবার সাথে আলোচনা করেই তাদের মতামতের ভিত্তিতে বিএনপি ৩১ দফা প্রণয়ন করেছিলো। এখন দুই-একটি দল পিআর পদ্ধতির কথা বলছে। একসাথে সবাই জেল জুলুম মোকাবেলা করলেও এখন ব্যক্তি স্বার্থ হাসিলে সবাই এক সুরে কথা বলতে পারছে না বলে অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়।
বিভি/এসজি
মন্তব্য করুন: