• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ-খুনী, অন্যদিকে নতুন ভোটার: গোলাম পরওয়ার

প্রকাশিত: ১৯:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:০৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ-খুনী, অন্যদিকে নতুন ভোটার: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ, খুনী ও মাস্তানরা, আর অন্যদিকে থাকবে নতুন ভোটাররা।

তরুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এক হাতে সার্টিফিকেট নিয়ে বের হবে আর অন্য হাতে চাকরি হবে। সম্ভব না হলে দেওয়া হবে বেকার ভাতা।

উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্যরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2