• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

কিছু রাজনৈতিক দল ও মিডিয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সালাহউদ্দিন

প্রকাশিত: ২২:২৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:২৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কিছু রাজনৈতিক দল ও মিডিয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সালাহউদ্দিন

দেশের কিছু রাজনৈতিক দল ও মিডিয়া নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার মাধ্যমেই সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, অতীতের মতো দেশের মানুষ ভাষণ আর শোষণের রাজনীতি দেখতে চায় না 

সালাহউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হবে, তার নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য মুখিয়ে আছে। আমাদের আহ্বান, তরুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।

তিনি আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস লুটপাট ও দুর্নীতির ইতিহাস। ভোটচুরি, গণতন্ত্র হরণের ইতিহাস। যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, যারা গুম, খুন, হত্যাকাণ্ড ঘটিয়েছে- বিএনপি তাদের বিচার করবেই। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এই দফাগুলো বাস্তবায়ন করলে মানুষের সকল প্রত্যাশা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2