হামিমের সাথে দেখা, হামজা বলেছেন দোয়া করো

কিছুক্ষণ পরই এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য মাঠে নামবে বাংলাদেশ দল। জাতীয় স্টেডিয়ামে আজ বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এই ম্যাচের আগে সাক্ষাৎ করেছেন জাতীয় দলের তারকা ফরোয়ার্ড হামজা চৌধুরী ও ছাত্রল মনোনীত ডাকসুর সাবেক জিএস প্রার্থী তানভীর বারী হামিম।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের পেইজে হামজার সাথে ছবি দিয়েছেন হামিম। সেখানে ক্যাপশনে লিখেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশ। হামজা হামীমকে বলেছেন দোআ করো।
হংকংয়ের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বের ম্যাচটির ফল ২০২৭ এশিয়া কাপের মূল পর্বের টিকিট পেতে ভূমিকা রাখবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাই জয়ের বিকল্প কিছু ভাবছেন না বাংলাদেশি কোচ হাভিয়ের কাবরেরা।
ফিফা র্যাংকিংয়ে হংকংয়ে অবস্থানও বাংলাদেশের ওপরে। ১৮৪ বিপরীতে হংকংয়ের অবস্থান ১৪৬। এদিকে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে জামাল ভূঁইয়ার দলের অবস্থান ‘সি’ গ্রুপে তৃতীয়। তাদের পেছনে আছে কেবল ভারত। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও তারা পিছিয়ে আছে গোল ব্যবধানে। অন্যদিকে, সিঙ্গাপুর ও হংকং উভয়েই ২ ম্যাচে একটি করে জিতেছে। এ ছাড়া সমান একটি করে ড্রয়ের পর তাদের পয়েন্ট ৪।
বিভি/এজেড
মন্তব্য করুন: