১৪ দলীয় জোট নিষিদ্ধের দাবি জামায়াতে ইসলামীর
জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ ও জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে নরসিংদী জেলা জামায়াত। এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও ৫ দফা দাবি জানিয়েছেন তারা।
রবিবার (১২ অক্টোবর) নরসিংদী জেলা শাখার আমীর মো. মোছলেহুদ্দীনের ও সেক্রেটারি জেলারেল উপাধ্যক্ষ আমজাদ হোসাইনেত স্বাক্ষরিত স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
সকাল ৯টায় নরসিংদী সদর উপজেলার শিক্ষাচত্ত্বর এলাকায় সমাবেশ শেষে বেলা সাড়ে ১০ টার দিকে কয়েকশ’ নেতাকর্মী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিতে বলা হয় যে, বিগত সরকার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী পদক্ষেপের মাধ্যমে সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে ধ্বংস করেছে। হাজার হাজার বিরোধীদলীয় নেতা-কর্মীর উপর জুলুম-নির্যাতন, মামলা-হামলা, গুম ও খুনের মাধ্যমে দেশপ্রেমিক কণ্ঠরোধের চেষ্টা চালানো হয়েছে।
এতে আরও বলা হয়, দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে জাতীয় পার্টি ও ১৪ দল এসব অবৈধ কার্যক্রমে প্রকাশ্যে সমর্থন দিয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এ কারণে জনগণ তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে দাবি করা হয়, জনগণের ন্যায্য দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ এখনো গ্রহণ করা হয়নি। তাই, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে তারা ৫ দফা গণদাবি উত্থাপন করেছে।
দলটির উত্থাপিত ৫ দফা দাবিসমূহ হলো- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বিবৃতিতে বলা হয়, দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে যা দেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবে।
নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহুদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মকবুল হোসাইন, নরসিংদী-১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া ও নরসিংদী সদর আমীর মাহফুজ ভূইয়া প্রমুখ।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: