• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার: মির্জা ফখরুল 

প্রকাশিত: ১৪:৩৭, ১৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার: মির্জা ফখরুল 

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ পিআর ও গণভোট বোঝেনা। এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভাল নয় বলে মন্তব্য তার। বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।  

পিআর পদ্ধতির বিষয়ে মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি এখনো সাধারণ মানুষ বোঝে না। যে পদ্ধতি মানুষ বোঝে না, সে পদ্ধতি দিয়ে কিভাবে প্রতিনিধি নির্বাচন করবে। আমি তো নিজেই পিআর বুঝি না। তাই পিআরের দাবি আগে না তুলে আগে নির্বাচন হোক, মানুষ অস্থিরতা থেকে বাঁচুক। সাধারণ মানুষ ভোট দিতে চায়। আগে নির্বাচন হোক পরে পিআরের সিদ্ধান্ত নেওয়া যাবে। 

তিনি বলেন, দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার। বিএনপি নির্বাচিত হলে দেশে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যেকটি পরিবারে একটি করে ফ্যামেলি কার্ড দেওয়া হবে বলে জানান তিনি। যাদের কাছে এ কার্ড থাকবে তাদেরকে বিশেষ গুরুত্ব দেবেন সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা। স্বাস্থ্য ও শিক্ষাখাত বরাদ্দ বাড়ানো পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থাতেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2