• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

‘ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে’

প্রকাশিত: ১৪:১৯, ২৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
‘ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে’

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে। তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের এখনকার কার্যক্রমে মনে হচ্ছে সরকার ও দুই তিনটি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ। কমিশনের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলেও তিনি মন্তব্য করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালনে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। 

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত, ‘ক্ষমতার শাসন থেকে আইনের শাসন’ শীর্ষক সেমিনারে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। অভিযোগ করেন, সবাইকে ঐক্যমত্য করার কথা বলে ঐক্যমত্য কমিশন গঠন করা হলেও তারা যে প্রস্তাব দিয়েছে তাতে শুধুমাত্র বিভক্তি বাড়বে। ১৭ই অক্টোবর যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে সেই বিষয়গুলো পুরোপুরি নেই সনদে। যেটা আছে তা ঐক্যমত কমিশন ও দুই-একটি দলের দেওয়া প্রস্তাব। আরপিও এবং জোটের এক প্রতীক নিয়ে যা হচ্ছে তা পক্ষপাতমূলক আচরণ বলেও অভিযোগ তার।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2