• NEWS PORTAL

  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের চেষ্টা চলছে: ডা.জাহিদ হোসেন

প্রকাশিত: ১৪:১৮, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:১৯, ৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের চেষ্টা চলছে: ডা.জাহিদ হোসেন

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের বেড়াজাল বুনার চেষ্টা চলছে। তাতে কোনও লাভ হবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।   

বুধবার (৫ নভেম্বর) দুপুরে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, চেয়ারে বসে বা বাইরে থেকে গণতন্ত্রকে প্রলম্বিত করার চেষ্টা দেশের মানুষ সমর্থন করবে না।অনেকেই ষড়যন্ত্রের জাল বুনছেন, সেই বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। জুলাই-আগস্টেই নয়, গত ১৫ বছর স্বৈরশাসক মানুষ হত্যা করেছে। প্রত্যেকটি হত্যার বিচার হবে। কোনো অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না। যারা পেছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন তারা সফল হবে না বলে মন্তব্য করেন ডাক্তার জাহিদ হোসেন। 

বিভি/এসজি

মন্তব্য করুন: