• NEWS PORTAL

  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না: নুরুল ইসলাম নয়ন

প্রকাশিত: ২০:৫২, ৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না: নুরুল ইসলাম নয়ন

বিএনপির মনোনীত ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, দখলদারি ও চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না।  

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ভোলার চরফ্যাশনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চরফ্যাশন উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। 

নুরুল ইসলাম নয়ন বলেন, আমরা হিংসা-প্রতিহিংসার রাজনীতি করি না, করব না। দল আমাকে নমিনেশন দিয়েছে, আমি সব দলের লোকদের সঙ্গে নিয়ে কাজ করব, সব দলের লোকই আমার কাছে নিরাপদে থাকবে, ইনশাআল্লাহ। 

তিনি বলেন, রাজনীতির মাঠ থেকে কখনো দূরে থাকি নাই। বরং রাজনীতির কারণে মা-বাবার সেবা করতে পারেনি, এমনকি মায়ের জানাজাতেও অংশগ্রহণ করতে পারিনি। দল আজ আমাকে সেই মূল্যায়ন করেছে।
 
নয়ন আরো বলেন, যারা আমার রাজনীতি করেনি বা অন্য দল করেছে, তাদের নির্দ্বিধায় আমার জন্য তথা ধানের শীষের জন্য কাজ করার আহ্বান জানাই। 

তিনি আরো বলেন, জন্মস্থান এলাকার মানুষের উপকার করতে পারলে জীবন সার্থক এবং ধন্য হবে। সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন: