• NEWS PORTAL

  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে ওয়ারীতে দোয়া মাহফিল

প্রকাশিত: ২১:০৮, ৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে ওয়ারীতে দোয়া মাহফিল

বীর মুক্তিযোদ্ধা, কিংবদন্তি রাজনীতিক, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওয়ারীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ নভেম্বর ছিল সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ওয়ারীতে ৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তব্য রাখেন প্রয়াত সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক হোসেন। এ সময় তিনি বাবার স্মৃতিচারণ করেন এবং তার অসমাপ্ত জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওয়ারী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ আরেফ, ঢাকা মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মুকিতুল আহসান রঞ্জু, ওয়ারী থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ইব্রাহিম ও ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মনাসহ অন্যান্য নেতাকর্মী।

বিভি/এজেড

মন্তব্য করুন: