• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগের লকডাউনের বিপরীতে পাল্টা কর্মসূচি দিলো জুলাই ঐক্য

প্রকাশিত: ১৫:৩৮, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আওয়ামী লীগের লকডাউনের বিপরীতে পাল্টা কর্মসূচি দিলো জুলাই ঐক্য

আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পালটা কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। তারা নৈরাজ্য এবং প্রশাসনের বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান ও বিক্ষোভ মিছিল করবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের মুখ্য সংগঠক মোসাদ্দেক ইবনে মোহাম্মদ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “খুনি হাসিনার ফাঁসি এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী বুধবার ও বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে আমাদের বিক্ষোভ মিছিল হবে।”

জুলাই সনদ নিয়ে কোনো আপসের সুযোগ নেই বলেও জানান নেতারা। তাদের দাবি, আগামী নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হতে হবে এবং ৭২-এর সংবিধানের আলোকে ছাত্র ও সাধারণ মানুষ অন্য কোনো নির্বাচন মেনে নেবে না। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, জুলাই সনদকে ব্যর্থ করার চেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না।

একই সঙ্গে তারা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির পরিবর্তন এবং ভারতের জবাবদিহিতার আওতায় আনার কথাও তুলে ধরেন।

এই কর্মসূচির পেছনে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হলো, ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই রায় ও আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: