• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

অস্তিত্ব থাকবে না জানে বলেই অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে জামায়াত: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৭:৪৫, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:০০, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অস্তিত্ব থাকবে না জানে বলেই অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে জামায়াত: মির্জা ফখরুল

ভোটকে ভয় পাচ্ছে বলেই আনুপাতিক ভোট বা পিআরসহ নানা দাবিতে জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে আলমগীর বলেন, ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? নিজেদের অস্তিত্ব থাকবে না, এটা জানে বলেই অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে জামায়াত।

এছাড়া, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া বিষয়গুলোর বাইরে, কোনো কিছু চাপিয়ে না দিতে সরকারকে আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি আরো বলেন, “দীর্ঘ নয় মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে। সেই একমত হওয়া বিষয়গুলোর বাইরে আপনি কোনো কিছু যদি চাপায় দিতে চান এদেশের মানুষের ওপর, তাহলে সব দায়দায়িত্ব আপনার”।

বিভি/এজেড

মন্তব্য করুন: