• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

সরকারকে বিএনপির সতর্কবার্তা

প্রকাশিত: ১৫:৪১, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সরকারকে বিএনপির সতর্কবার্তা

ছবি: বিএনপির সংবাদ সম্মেলন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তী সরকারকে সতর্ক  করে বলেছেন, জুলাই জাতীয় সনদে থাকা বিষয়ের বাইরে সরকার নতুন কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে, তা রাজনৈতিক দলগুলো মানবে না। সে ক্ষেত্রে সব দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির বেশ কয়েকেজন সদস্যের উপস্থিতিতে এ কথা বলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 

তিনি জানান, সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় জুলাই জাতীয় সনদের বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছর ধরে আলোচনা হয়। তারপর কতগুলো বিষয়ে নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই সনদ গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ হয়। 

তিনি বলেন, এখন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণার বিষয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা বিভ্রান্তিকর। 

সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, সনদের প্রতি সম্মান বজায় রাখার ক্ষেত্রে সতর্ক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

বিভি/এমআর

মন্তব্য করুন: