• NEWS PORTAL

  • রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

মেগা প্রজেক্ট নয়, স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ বাড়াবে বিএনপি: আমীর খসরু

হারুন আনসারী, ফরিদপুর 

প্রকাশিত: ১৮:৩৭, ১৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩৭, ১৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মেগা প্রজেক্ট নয়, স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ বাড়াবে বিএনপি: আমীর খসরু

বিএনপির স্থায়ী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এদেশের মানুষের মাঝে যেই আকাঙ্খা তৈরি হয়েছে, সেটি পূরণ করতে না পারলে সেই রাজনৈতিক দলের কোন ভবিষ্যৎ নেই। এজন্য আমরা অর্থনৈতিক গণতন্ত্রের পরিকল্পনা গ্রহণ করেছি। বাংলাদেশের অর্থনীতিতে সকল নাগরিকের অংশগ্রহণ থাকতে হবে। এজন্য বিএনপি একটি নতুন স্লোগান তৈরি করেছে, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ।

ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা কোন মেগা প্রজেক্টের দিকে যাব না, তার চেয়ে স্কিল ডেভেলপমেন্টের দিকে জোর দিবো। মেগা প্রজেক্ট থেকে সরে এসে স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ বাড়াবে বিএনপি। আগামীর বাংলাদেশ গড়তে হলে যে মডেল ফলো করেছি এখান থেকে বেরিয়ে এসে এমন মডেলে যেতে হবে যাতে এর সুফল প্রত্যেকটা নাগরিক পেতে পারে। কোন গোষ্ঠী বিশেষের কাছে যাতে আমাদের অর্থনীতি জিম্মি না থাকে। 

তিনি বলেন, আমাদের বিনিয়োগ স্কিল ডেভেলপমেন্টের জন্য করা হবে। শিক্ষায় ডেভেলপমেন্ট করতে হবে। বিনামূল্যে জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। এজন্য আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। 

তিনি আরো বলেন, ব্যবসাকে সহজ করতে যত আইন করতে হবে, পরিবেশ বদলাতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, তার সবকিছুই বিএনপি করবে। আমরা আগে থেকেই এসব করে নিচ্ছি, কারণ ক্ষমতায় যাওয়ার পরে এসব করতে গেলে দেরি হয়ে যাবে। আমরা ডে ওয়ান থেকেই এ কাজ শুরু করতে চাই।  

সভাপতির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, আমাদের আগামীর লক্ষ্য হলো, ফরিদপুরে পদ্মার এপাড়ে যুবকদের আমরা একটি আইটি হাব উপহার দিতে চাই। 

মতবিনিময় সভায় বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রাশেদ আল মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া বলেন, বিজিএমইএর সাবেক সভাপতি এসএম ফজলুল হক, করিম গ্রুপের পরিচালক জাহাঙ্গীর মিয়া, চৌধুরী ফারিয়ান ইউসুফ প্রমুখ বক্তব্য দেন।

বক্তাগণ বলেন, আগামী দিনে কর্পোরেট ব্যবসার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও টিকে থাকতে পারে। আইনের অজুহাত দেখিয়ে গলা টিপে ধরলে নতুন উদ্যোক্তা তৈরি হবেনা। এদেশের তরুণ ব্যবসায়ী সমাজের জন্য ভালো কিছু করুন এটাই আমাদের প্রত্যাশা। আপনারা আমাদের সাহায্য করুন, এদেশের মানুষ কি করতে পারে তা দেখিয়ে দিবো।
ফরিদপুরে বিজনেস ফোরামের এই মতবিনিময় সভা উপলক্ষে সদর উপজেলার সভাস্থলের পাশে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন স্টলে তাদের পণ্যের প্রদর্শনী করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2