• NEWS PORTAL

  • রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

নড়িয়া-সখিপুরে শফিকুর রহমান কিরণকে গণসংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস

প্রকাশিত: ১৯:১০, ১৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:১১, ১৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নড়িয়া-সখিপুরে শফিকুর রহমান কিরণকে গণসংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণকে ঘিরে শনিবার (১৫ নভেম্বর) নড়িয়া ও সখিপুরে ছিলো উৎসবমুখর পরিবেশ। মনোনয়ন পাওয়ার পর নড়িয়া উপজেলা ও সখিপুর থানার দুই প্রান্তে হাজারো নেতাকর্মী ও সমর্থক তার প্রতি শুভেচ্ছা জানাতে ছুটে আসেন। 

সকালে নড়িয়া থেকে শুরু হয়ে সখিপুর থানায় গিয়ে শেষ হয় কিরণের সম্মানে আয়োজিত এই গণসংবর্ধনা। সন্ধ্যায় সখিপুর থানা প্রাঙ্গণে দ্বিতীয় দফা সংবর্ধনার মধ্য দিয়ে রাত ১০টায় শেষ হয় কর্মসূচি।

স্থানীয় নেতাকর্মীরা জানান, নড়িয়া-সখিপুর এলাকায় দীর্ঘদিন পর এমন বড় রাজনৈতিক সমাবেশ দেখা গেলো। মনোনয়ন পাওয়ার পর মাঠের কর্মীরা নতুন উদ্দীপনা পেয়েছেন, যা তাদের আগামী দিনে রাজনীতিতে আরও সক্রিয় করবে বলে মনে করছেন অনেকে।

শফিকুর রহমান কিরণ বলেন, আমি নড়িয়া-সখিপুরবাসীর ভালোবাসায় সিক্ত, প্রতিহিংসা রাজনীতি নয় ভালোবাসার রাজনীতি বিশ্বাস করি। আমি সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে ছিলাম। যতদিন বেঁচে থাকি, আপনাদের সঙ্গেই থাকবো।

দলীয় নেতাকর্মীদের অতীত দুর্ভোগের কথা স্মরণ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আমাদের অনেক নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। কেউ কেউ ঘরে ফিরতে পারেননি, কেউ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আমরা সেসব খারাপ সময় ভুলে যেতে চাই। 

তার বক্তব্যে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে সতর্কতা ও দলীয় ঐক্যের আহ্বান স্পষ্ট ছিল। তিনি বলেন, নড়িয়া-সখিপুরবাসীর আস্থা ও প্রত্যাশা পূরণ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

শরীয়তপুর-২ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীরা এখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এমন প্রেক্ষাপটে ধানের শীষের প্রার্থী হিসেবে শফিকুর রহমান কিরণের মনোনয়নকে দলীয় নেতাকর্মীরা বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2