• NEWS PORTAL

  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

তারেক রহমানের জন্মদিনে অসহায় বৃদ্ধাকে ঘর উপহার দিচ্ছেন কায়সার কামাল

প্রকাশিত: ১৭:৫৫, ১৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:৫৬, ১৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তারেক রহমানের জন্মদিনে অসহায় বৃদ্ধাকে ঘর উপহার দিচ্ছেন কায়সার কামাল

অসহায় বৃদ্ধা বিমলা হাজং

৭৭ বছর বয়সী বিমলা হাজং—স্বামী-সন্তানহারা এক অসহায় বৃদ্ধা। বয়সের ভারে নুয়ে পড়েছেন। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। তবে তার জীবনে আশার আলো ফোটাতেই নতুন একটি ঘর নির্মাণ করে দিচ্ছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উত্তর লেংগুড়া গ্রামের বিমলা হাজং ভাঙা টিনের বেড়া, ঝুঁকিপূর্ণ চালার ছোট্ট কুঁড়েঘর ছিল তার শেষ আশ্রয়। বিষয়টি নজরে আসে ব্যারিস্টার কায়সার কামালের। আর আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাকে নতুন ঘর প্রদানের উদ্যোগ নেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সেই ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিমলা হাজং-এর হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে

জানা যায়, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলমাকান্দা পরিবার’-এর মাধ্যমে কয়েকদিন আগে তার দুর্বিষহ জীবনযাপনের খবর প্রকাশ হলে বিষয়টি নজরে আসে। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল ব্যক্তিগত উদ্যোগে বিমলা হাজং-এর জন্য একটি নতুন ঘর নির্মাণের সিদ্ধান্ত নেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধই আমাদের শক্তি। তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে এই অসহায় মাকে নতুন ঘর উপহার দিতে পারা আমাদের জন্য বড় আনন্দের।

স্থানীয়রা জানান, বহু বছর পর বিমলা হাজং প্রথমবারের মতো একটু স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন। নতুন ঘর পাওয়ার খবরে তার মুখে দেখা গেছে শান্তির হাসি। মানবিক এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে, এবং স্থানীয়ভাবে এটি প্রশংসার দাবিদার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2