• NEWS PORTAL

  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

যারা গণতন্ত্র চায় না, তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: রহমাতুল্লাহ

প্রকাশিত: ২১:৩০, ১৬ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:৩০, ১৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যারা গণতন্ত্র চায় না, তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: রহমাতুল্লাহ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, যারা গণতন্ত্র চায় না তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। 

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যে দেশে গণতন্ত্র থাকে না সেই দেশকে সভ্য দেশ বলা যায় না। আর যারা গণতন্ত্রকে ভয় পায়, তারা সমাজের অসভ্য নাগরিক।

রহমাতুল্লাহ মনে করেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মূল শর্ত হলো জনগণের নির্বাচিত সরকার। এ জন্য জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

তিনি বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের দাবি তুলছে, তারা বাংলাদেশের সঠিক অগ্রগতি চায় না। যারা জাতীয় নির্বাচন বানচাল করতে চায় তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। কারণ তারা জানে, জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, গত ৫৪ বছরে সন্ত্রাস ও দুর্নীতির কারণে বাংলাদেশ এগোতে পারেনি। আগামী দিনের বিএনপির লক্ষ্য, সন্ত্রাস ও দুর্নীতিকে চিরদিনের জন্য উৎখাত করা, এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা সেই পরিবর্তনের রূপরেখা।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক তারিক সুলায়মান, যুগ্ম-আহবায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন টিটু, যুগ্ম-আহবায়ক শেখ শহিদুল ইডলাম সাজ্জাদ, ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য মাছুম হোসেন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি  ওবায়দুল ইসলাম উজ্জল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, সহ-সভাপতি ইলিয়াছ আহমাদ, সহ-সধারণ সম্পাদক কেএম মাহমুদ,  সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাহাত তালুকদার প্রমুখ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2