শেখ হাসিনার রায়: অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার
ছবি: রিজওয়ানা হাসান
মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীতে পাটপণ্য মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাসার সামনে ককটেল বিস্ফোরণে আতঙ্কিত নন তবে যাত্রীবাহী বাসে আগুনে প্রাণহানীতে চিন্তিত তিনি।
উপদেষ্টা জানান, শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় ও নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে। নাশকতাকারীদের পরিকল্পনা ঠেকাতে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান। একই অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, শিগগিরই পেঁয়াজের দাম ক্রেতাদের নাগালে আসবে।
বিভি/এমআর




মন্তব্য করুন: