• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

একসাথে বসে হাসিনার রায় ঘোষণা দেখলেন ঢাবি ভিসি ও সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: ১৬:২৮, ১৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
একসাথে বসে হাসিনার রায় ঘোষণা দেখলেন ঢাবি ভিসি ও সালাহউদ্দিন আহমদ

একসাথে বসে হাসিনার রায় ঘোষণা দেখলেন ঢাবি ভিসি ও সালাহউদ্দিন আহমদ

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় ঘোষণা একসাথে বসে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্স (ভিসি) ড. নিয়াজ আহমেদ খান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাদা দলের উদ্যোগে ‘বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার রূপান্তর: একটি কৌশলগত রোডম্যাপ’ শীর্ষক সেমিনারে অংশ নেয়া শেষে ভিসি অফিসে বসে এই রায় ঘোষণা দেখেন তারা। এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায় পড়া শুরু হয়।

ওই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রেখেছিলেন সালাহউদ্দিন আহমদ। পরে ঢাবি ভিসির সাথে সৌজন্য সাক্ষাতের সময় শেখ হাসিনার রায় পড়া শুরু হলে সেখানে বসেই দেখতে থাকেন।

সেখানে উপস্থিত ছিলেন ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম, ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সেখানে একই সাথে উপস্থিত থেকে শেখ হাসিনার রায় ঘোষণা দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স ও ছাত্রদল ঢাবি শাখা সভাপতির গণেশ চন্দ্র সাহস।

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হলো আজ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2