• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

হাসনাতের আসনে আরও একজন কিনলেন এনসিপির মনোনয়ন ফরম

প্রকাশিত: ১৪:৩৭, ২০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাসনাতের আসনে আরও একজন কিনলেন এনসিপির মনোনয়ন ফরম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এনসিপির হয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নির্বাচনে লড়ছেন। একই আসন থেকে এবার এনসিপির আরও একটি মনোনয়ন ফরম কিনলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার। 

বুধবার (১৯ নভেম্বর) বিকালে তিনি মনোনয়ন ফরম অনলাইনে ক্রয় ও জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত ১৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার দেবিদ্বার পৌর সদরের মাস্টার প্লাজার মরহুম আবদুল মান্নান মাস্টারের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য এবং ঢাকা ও কুমিল্লা জজকোটের সদস্য হিসেবে বর্তমানে কর্মরত। তিনি ২০২৩ সালে অনুষ্ঠিত দেবিদ্বার পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 

অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই যোদ্ধাদের দল, তাদের নেতৃত্বে দেশে বিপ্লব হয়েছে এবং আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। এনসিপির কর্মকাণ্ড আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই তাদের সাথে কাজ করতে চাই। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে এনসিপির মনোনয়ন ফরম তুলেছি। এনসিপি আমাকে মনোনয়ন দিলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাব।

বিভি/টিটি

মন্তব্য করুন: