• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

তারেক রহমানের জন্মদিনে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ২১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তারেক রহমানের জন্মদিনে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ করেছে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। শুক্রবার দুপুরে মনোহরদীর লেবুতলার নোয়াকান্দী হাজী আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার একহাজার প্রান্তিক কৃষকের হাতে এসব বীজ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এ্যাব-এর আহবায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও এ্যাব-এর সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাব-এর যুগ্ম আহবায়ক কৃষিবিদ শাহদাত হোসেন চঞ্চল এবং সংগঠনের দপ্তর বিভাগের সদস্য প্রফেসর ড. জামশেদ আলম রিপন।

বক্তারা বলেন, প্রান্তিক কৃষকদের সহায়তায় এ্যাব সবসময় মাঠে আছে এবং আগামীতেও এভাবে কৃষকদের পাশে থাকবে। পরে অতিথিরা কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2