• NEWS PORTAL

  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের সকল অর্জনের সাথে জিয়া পরিবার জড়িত: জুয়েল

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩১, ৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশের সকল অর্জনের সাথে জিয়া পরিবার জড়িত: জুয়েল

বিএনপির নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, বাংলাদেশের অভ্রুদয়ের পর থেকে যতগুলো অর্জন হয়েছে, সেই অর্জনের সাথে আমাদের আর্দশের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবার জড়িত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে লড়াই করতে করতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সফল প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে নরসিংদীর বেলাব উপজেলার বেলাব পাইলট মডার্ণ সরকারি মডেল হাই স্কুলের মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও  সুস্থতা  কামনায় বিএনপির দোয়া মাহফিলের বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে আস্থার মানুষটিকে দলমত নির্বিশেষে , দেশ বিদেশে অনেক রাষ্ট্রনায়ক থেকে শুরু করে অনেকেই নেত্রীর জন্য দোয়া করছেন। তারা উন্নত চিকিসার জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ যেনো আমাদের নেত্রীকে সুস্থ করে দেন  এবং বাংলাদেশের মজলুম মানুষের জন্য আবারো কাজ করার তৌফিক দান করেন।

বেলাবো উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড.অলিউর রহমান কাওসারের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবালের পরিচালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে: কর্ণেল (অব:) জয়নুল আবেদীন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তারেক আল হোসাইন ভূঞা, নরসিংদী জেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ , নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, বেলাব উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম আঙ্গুর (মাষ্টার) বেলাবো উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ বিপ্লব হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2