• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

হাবিবুর রশিদের নেতৃত্বে মুগদা স্টেডিয়াম এলাকায় বিজয় র‍্যালি

প্রকাশিত: ১৭:৩৮, ১৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাবিবুর রশিদের নেতৃত্বে মুগদা স্টেডিয়াম এলাকায় বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর মুগদা স্টেডিয়াম এলাকায় বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে এই বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা দুইটার দিকে মুগদা স্টেডিয়াম থেকে শুরু করে খিলগাঁও জোড়পুকুর মাঠে গিয়ে বিজয় র‌্যালিটি শেষ হয়। মূলত মহান বিজয় দিবসের চেতনাকে সামনে রেখে এলাকাবাসীকে নিয়ে এই ঐতিহাসিক বিজয় র‍্যালি করা হয়। যেখানে ছিল ঐক্য, দেশপ্রেম ও মানুষের কণ্ঠস্বর।

র‍্যালিটি সকল বয়স ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয়ের আনন্দ ভাগ করে নেওয়ার এক মিলনমেলায় পরিণত হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাবিবুর রশিদ হাবি বিজয়ের চেতনাকে সমুন্নত রাখা এবং দেশপ্রেমের শক্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2