হাদির আরও অস্ত্রোপচার লাগবে, এখনই প্রস্তুত নয় শরীর
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। তার মাথায় এখনও গুলির একটা অংশ রয়ে গেছে। যেটি বের করা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা। হাদির চিকিৎসা সংশ্লিষ্টদের বরাতে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, শুরুতে ঢাকা মেডিকেলে নেওয়ার পর হাদির যে অস্ত্রোপচার করা হয়, সে সিদ্ধান্ত ছিল যথোপযুক্ত। সঠিকভাবে তা সম্পন্নও করা হয়। কিন্তু গুলির থেকে যাওয়া অংশটি বের করার আগেই তার শারীরির অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসকরা আর সেদিকে এগোননি।
ওসমান হাদির মস্তিস্কে থাকা গুলির ওই অংশটি বের করা এখন নির্ভর করছে শারীরিক পরিস্থিতির ওপর। তার শরীর সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়। হাসপাতালে তার প্রয়োজনীয় সব ধরণের টেস্টই করা হয়েছে। যেগুলোর ফলাফল আগের চেয়ে কিছুটা ভালো এসেছে। তাই বলে আরেকটি অস্ত্রোপচার এখনই করতে পারছেন না চিকিৎসকরা। শরীর সেই ধকল নেয়ার সক্ষমতা অর্জন করলেই চিকিৎসকরা সার্জারির উদ্যোগ নেবেন।
জানা গেছে, হাদির যে সার্জারি প্রয়োজন, তা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই করা সম্ভব। এরজন্য প্রয়োজনীয় সবকিছু ওই হাসপাতালে রয়েছে।
এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর পৌঁছানো মাত্রই হাদির ভর্তি সম্পন্ন হয়। দ্রুতই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।
গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানেই গত কয়েকদিন তার চিকিৎসা চলে।
বিভি/টিটি




মন্তব্য করুন: