এআই দিয়ে ছবি বানিয়ে চরিত্র হননের প্রতিবাদ রাশেদ খাঁনের
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের একটি সম্পাদিত ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ওই ছবি দিয়ে তাকে চরিত্র হননের অপচেষ্টা করা হচ্ছে অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন রাশেদ খাঁন।
তিনি জানান, গতকাল রাত থেকে দেখছি ২০২২ সালে নেত্রকোনায় ছাত্রলীগ কর্তৃক আমার উপর হামলার একটি ছবি সম্পাদক করে একজন নারীকে পাশে বসিয়ে এবং হাতে দঁড়ি বেঁধে ফেসবুক ছড়িয়ে দিয়ে চরিত্র হননের চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসর ও রাজনৈতিক প্রতিযোগীরা। যেসময় এমন ছবি ছড়ানো হয়েছে, সেসময় আমি ঝিনাইদহ-২ আসনে গণসংযোগ করছি। একটি মহল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন নোংরা খেলায় মেতে উঠেছে।
তিনি আরও জানান, মূলত ২০২২ সালে গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান আল মামুনের বাড়িতে গেলে, সেখানে আমার হামলা করতে আসে নেত্রকোনা জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ। সেই সময়কার ঘটনার ছবি AI দিয়ে এডিট করে প্রচার করছে দুষ্কৃতকারীরা। এসব করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
আমি অবাক হচ্ছি গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে পরিচিত কেউ কেউও এমন গুঁজবে বিভ্রান্ত হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমি সকলকে এসব গুজববাজদের অপ্রপ্রচারে বিভ্রান্ত না অনুরোধ করছি। দুষ্কৃতকারী এসব সাইবার সন্ত্রাসীদের এমন নোংরামির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিভি/এজেড




মন্তব্য করুন: