• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

গত এক মাসে সবচেয়ে বেশি স্থিতিশীল খালেদা জিয়ার স্বাস্থ্য: ডা. জাহিদ

প্রকাশিত: ১৭:২৯, ১৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৪২, ১৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গত এক মাসে সবচেয়ে বেশি স্থিতিশীল খালেদা জিয়ার স্বাস্থ্য: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেডএম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসা সফলভাবে গ্রহণ করে পারছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ডা. জাহিদ জানান, গত কয়েকদিন বেগম খালেদা জিয়া যে অবস্থাতে ছিলেন, এখন সেই অবস্থার উন্নতি হয়েছে। আজকে তাকে একটি প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়েছে এবং তিনি তা গ্রহণ করতে পেরেছেন। উনার চিকিৎসকরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন।

তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানসহ পরিবারের সবাই বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন বলেও জানান ডা. জাহিদ।

এছাড়াও, দলের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2