• NEWS PORTAL

  • শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির জানাজায় অংশ নিতে সফর সংক্ষিপ্ত করেছেন জামায়াত আমির

প্রকাশিত: ১৮:১০, ২০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ওসমান হাদির জানাজায় অংশ নিতে সফর সংক্ষিপ্ত করেছেন জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। হাদির জানাজায় অংশ নিতেই সফর সংক্ষিপ্ত করে আজ শনিবার সকালে ঢাকায় ফেরেন তিনি।

এরপর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখান থেকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা ওসমান হাদির মরদেহ দেখতে যান। পরে মানিকমিয়া এভিনিউতে জানাজার নামাজে শরীক হন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, জামায়াত আমির লন্ডন সফর শেষে তুরস্কে গিয়েছিলেন। সেখানে সফর শেষে সৌদি আরবে পবিত্র ওমরা পালনের কথা ছিল। কিন্তু হাদির মৃত্যুর খবর পেয়ে তিনি তুরস্ক থেকে ওমরাহর উদ্দেশ্যে না যেয়ে দেশে ফেরেন। এরপর হাদির জানাজাতেও অংশ নেন।

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘরে হাদির মরদেহ দেখার সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন, সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এসএম খালিদুজ্জামান প্রমুখ।

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে গিয়ে ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির। তিনি তাদের সান্ত্বনা দেন। পরে সবাইকে নিয়ে হাদির রুহের মাগফিরাত কামনা করেন।

বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজায় জামায়াতের আমির ও অন্য নেতারা অংশ নেন।

শরিফ ওসমান হাদির মরদেহ গতকাল শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে। বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2