গণমাধ্যম কার্যালয়ে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন আহমেদ
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রথম আলো এবং ডেইলি স্টারের ওপর হামলা জাতির জন্য লজ্জার। গণমাধ্যম দুইটিতে হামলা ও ভাঙচুরের এক ঘন্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থলে পৌঁছানো নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার কাদের কাছে আটকা রয়েছে?
রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীতে গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে আলোচনা অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, দেশের মানুষ মবোক্রেসি দেখতে চায় না, কঠোর হাতে তা দমন করতে হবে। গণমাধ্যমগুলোকে নিরপেক্ষ না থেকে দেশের পক্ষে থাকতে আহ্বান জানান তিনি। তার দাবি, সমাজের সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু সমাজের দর্পণ গণমাধ্যম যাতে নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাঁচ আগস্টের পর দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবধরনের সহযোগিতা করবে বিএনপি।
বিভি/এসজি




মন্তব্য করুন: